“যাকাত ভিক্ষা নয়,গরীবের অধিকার শীর্ষক” সেমিনার ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার’র উদ্যোগে অায়োজিত যাকাত ভিক্ষা নয়,গরীবের অধিকার শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল ০৯ রমজান ২৬ মে ২০১৮ ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকা হতে অক্সিজেনস্থ হোটেল জামানে উত্তর জেলার বিপ্লবী সভাপতি খ.ম.জামাল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক,মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা বলেন,যাকাত গরীব,মিসকিনদের অধিকার।প্রত্যেক মালে নিসাব পরিমান লোকের উপর যাকাত অাদায় করা ফরজ। প্রত্যেক হকদার ব্যক্তিদের মাঝে সুষ্ঠুতার সহিত যাকাত বন্টন করার প্রতি গুরুত্বারোপ করেন।
এতে উদ্ভোধক ছিলেন,পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেড এর প্রাক্তন ম্যানেজার জনাব মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল,প্রধান অতিথি ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ অাল্লামা এস এম ফরিদ উদ্দীন যুক্তিবাদী ,মূল প্রন্ধকার ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী,বিশেষ অতিথি ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী,অান্জুমানে খূদ্দামুল মুসলেমিন অাবুধাবী শাখার সিনিয়র সহ সভাপতি জনাব মুহাম্মদ রেজাউল করিম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার অাইন বিষয়ক সম্পাদক,এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস অালম সেলিম,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্রগ্রাম দক্ষিণ জেলা সদস্য এইচ এম নাছির উদ্দীন,
প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক,ছাত্রনেতা গোলাম হায়দার হাসিব,বিশেষ বক্তা ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মুহাম্মদ সেকান্দর হোসাইন,হাটহাজারী পৌরসভা ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক,মুহাম্মদ অাতিক উল্লাহ চৌধুরী,ইসলামী ছাত্রসেনা উত্তর জেলার সাবেক সি.সহ সাধারণ সম্পাদক মীর্জা মুহাম্মদ মুহসিন প্রমূখ।
অারো উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সকল সম্পাদক ও সদস্যবৃন্দ।