চান্দগাও ফরিদা পাড়া ইউনিট ইসলামী ছাত্রসেনার অর্ধশতাধিক গরীব দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
গত শুক্রবার (০৮.০৬.২০১৮) এ বহদ্দারহাটস্থ ফরিদা পাড়া এলাকায় ইসলামী ছাত্রসেনা ফরিদা পাড়া ইউনিট শাখার উদ্যোগে ছাত্রনেতা মোঃ সাব্বির উদ্দিন এর সভাপতিত্বে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজন করা হয় ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল ১৪৩৯ হিজরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি কাজী সুলতান আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আবু রেহান মুহাম্মদ ফয়সাল হাশেমী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইরফান,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চান্দগাঁও থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আবসার।
এইছাড়া আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন অনির্বাণ ব্লাড ব্যাংক এর প্রতিষ্টাতা পরিচালক তরুণ সংগঠক সালাউদ্দিন হাবীব ।
প্রোগ্রামের উদ্ভোধক ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক বিপ্লবী সভাপতি আব্দুল মালেক রিজভী।
বক্তারা বলেন, তায়েফের ময়দানে মহান আল্লাহর ডাক পৌছে দিতে গিয়ে রাসূলের পবিত্র দেহ মোবারককে আরবের শুস্ক পাথরের আঘাতে ক্ষত-বিক্ষত করেছিল কাফেররা।তখন হযরত জিব্রাইল (আঃ) মহানবীর কাছে অনুমতি চেয়েছিল, তায়েফবাসীকে মূহুর্তেই ধ্বংস করে দিতে। কিন্তু দয়াল নবী অনুমতি দেননি।তিনি শুধু আল্লাহর দরবারে দুইহাত তুলে বলেছিলেন, এদের যাদের হেদায়ত নসীব হয়। ঠিক তেমনি ইসলামের পথের রাজনীতি,
হাজারো পাথর আপনার দিকে মূহুর্তেই ধেয়ে আসবে, ক্ষত-বিক্ষত করবে আপনার মনোবলকে, চিন্তা-চেতনাকে।কিন্তু তখন যদি আপনি দমে যান, তাহলে পরকালে খোদাকে কি জবাব দিবেন?
পরে এলাকার অর্ধশতাধিক গরীব দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ।