ইসলামী ছাত্রসেনা আশেকানে আউলিয়া ফাযিল মাদ্রাসা শাখার ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা আশেকানে আউলিয়া ফাযিল(ডিগ্রী)মাদরাসা শাখার ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো গত ৩০শে জুন শনিবার বিকাল ২টায় মাদ্রাসার মিলনায়তনে ।
এতে সভাপতিত্ব করেন:- অত্র মাদরাসা শাখার সভাপতি এম.আব্বাস উদ্দিন প্রধান অথিতি হিসেবে ছিলেন:- অত্র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ,হাফেজ মাওলানা রিদুয়ানুল হক (হক্কানি)সাহেব (মাঃজিঃআ) বিশেষ অথিতি ছিলেন :- ইসলামী ছাত্রসেনা বায়জিদ থানা শাখার সভাপতি :-এম.আবু হানিফ সুমন, প্রধান বক্তা ছিলেন:-ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক,ইণ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাশেল, বিশেষ বক্তা :- এম.দিদার রেজা আবেদী ও এম.মহিউদ্দিন আশরাফী মামুন, অনুষ্ঠান পরিচালনায় :এইচ.এম.মোরশেদুল আলম সাধারণ সম্পাদক ও আহবায়ক অনুষ্ঠান প্রস্তুতি কমিটি।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রসেনা একটি আদর্শিক কাফেলার নাম । এই আদর্শিক কাফেলাকে সর্ব স্থরের মেধাবীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে একটি আদর্শিক জাতি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে । তাই সবাইকে ইসলামী ছাত্রসেনার পতাকা তলে এসে কাজ করার জন্য উদাত্ত আহ্বান করেন ।