শহীদ আব্দুল হালিম (রহঃ)’র স্মৃতি চারণ কবিতা —– এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী
বীরকেশরী কিশোর শহীদ হালিম!
————————— মুহাম্মদ শাহীদ রিজভী।
হে শহীদ কেমনে করি স্মরণ?
কোন কাননের অর্ঘ্য করি অর্পণ!
শয্যাপাশে সহস্রাব্দের রাজাকার শ্বাপদ
বারে বারে করে প্রেমাষ্পদে অপবাদ,
কিশোর আশিকের কচিমনে শপথ
প্রেমের দায়ে করেছ তীব্র প্রতিবাদ ।
হে কচিমন, মরণে করনি ভয়
অনুজে করেছ ঋণী,
জাগতিক জীবন নবীপ্রেমে লয়
ফিরদৌস জনমে হয়েছ ধনী ।
আঠারো বসন্ত সেতো বেশি নয়
বোদ্ধাজনার অহং বোধে,
হে চিরত্যাগী! তোমারই জয়
দ্রোহ জ্বালা প্রতিশোধে ।
কুণ্ঠা দ্বিধা দু পায়ে দলে
বাতিলে মানোনি আপোষ,
হে দ্রোহী! কণ্ঠ ব্যাপারীর অন্তর জ্বলে
আজ আদর্শ বানায় পাপোষ ।
আক্বিদার প্রশ্নে জিহাদই কাম্য
সন্ধি সালিশ মানিনা কভু,
সখ্য করি মিল্লাত সাম্য
সরল পথে চালাও প্রভু ।
বুঝেছ সঠিক ঈমানের বাণী
শহীদী শরবত পিয়ে,
মৃত্যু চির অলঙ্ঘ্য জানি
যুদ্ধ জয়ী বীর জীবন দিয়ে ।
যুগে যুগে যত আসিবে সেনা
জানি নহে কেহ তব সম,
আধমরাদের করেছ বিপ্লব চেনা
কুরবানী দিয়ে হে বীর প্রথম!
শতাব্দীর সুপ্তি রক্তে ভেঙেছ হয়ে নবীপ্রেমে বিভোর,
জানাই সালাম তোমারই চরণে হে শহীদ হালিম! হে বীরকেশরী কিশোর!