খবরের বিস্তারিত...


পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ রেজভী(রহ)’র সংক্ষিপ্ত জীবনী

খলিফায়ে দরবারে আলা হযরত,হেলালে আহলে সুন্নাত, রওনাকে উলামা,পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ রেজভী(রাহ, আ:) পিতাঃ হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ বদরুল আলম(রহঃ আ:).মাতাঃ মোহতারামা আয়েশা বেগম ।
দাদাঃ হাফেজ মাওলানা সৈয়দ নুর আহম্মদ(রহঃ আ:),প্রকাশ বড় হাফেজ ছাহেব হুজুর কেবলা.( রহ: আ:)।নানাঃ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ
আফাজ উদ্দিন শাহ (রহঃ আ:্‌মামাঃ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ আবদুল রহমান(রহঃ)।
মামাঃ হযরত মাওলানা শাহসুফি নুরুল হক শাহ (রহঃ)…শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ ফোরকান শাহ(রহঃ)…মমতাজুল মুহাদ্দেসিন আল্লামা মুফতি আমিন শাহ(রহঃ)। 
শুভ জম্ম ও বংশঃ চট্টগ্রাম জেলার কর্ণফুলী প্রাক্তন পটিয়া থানার অন্তর্গত জুলধা ইউনিয়নের ঐতিহ্যবাহী সৈয়দ আকবর কাজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এবং সৈয়দ খান্দানে আনুমানিক ১৯৩৬ ঈসায়ী সনে কোন এক শুভক্ষণে জম্মগ্রহণ করেন।
পীরঃ আউলাদে আলা হযরত রওনাকে আহলে সুন্নাত মুফতিয়ে হিন্দ পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা মুফতি তৌছিফ রেজা খান,মু,জি,আলীর নুরানী হাতের উপর হাত রেখে ০৯ জিলহজ্ব ১৪০৪ হিজরীতে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়া রেজভীয়ার ওপর খেলাফত লাভ করেন…
তিনি আলা হজরত ইমাম শেরে বাংলা হযরত আজিজুল হক (রহ: হ.) সোহবতে বাল্য জীবন থেকে আলা হযরতের হামদ -নাতে মোস্তাফা পরিবেশেন করেছেন, মিলাদ কেয়াম, ওয়েজ নসিহত করেছেন।উনার সারাটা জীবন যিকরুল আল্লাহ, দুরুদ সালাম ও আল্লাহর ওলীদের দরবারে দরবারে যিয়ারতে মধ্যে কটিয়েছেন।।
তিনি ইন্তেকালের দিন রাতেও হযরত শাহ আমানত (রহ: আ:), হযরত কোরবান আলী শাহ (র.)’র মাজার শরীফ যিয়ারত করে আসেন,,
ইন্তেকালঃ ০৮ই শাওয়াল ১৪৩৯ হিজরী
২৩শে জুন ২০১৮ ঈসাব্দ রোজঃ শনিবার,
সময়ঃ সকাল ০৮ টা ৩০ মিনিটে।
২ দফা নামাজে জানাজা শেষে  চট্টগ্রাম হালিশহর নিউমুরিং রেজভীয়া দরবার প্রতিষ্ঠিত খানাকা শরীফের পাশে চির শায়ীত হয়েছেন।।
আল্লাহ পাক প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ওসিলায় উনার মকামকে বুলন্দ করুক।।
**আমিন**

(সংগৃহীত)

Comments

comments