খবরের বিস্তারিত...


আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (মাঃআঃ) এর খোশরোজ শরীফ উপলক্ষে কবি হুলাইনীর কবিতা

জুলাই 25, 2018 অন্যান্য

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফ এর পীর ছাহেব, পীরে তরিকত, খ্যাতনামা আলেমে দ্বীন,অনলবর্ষী বক্তা, হযরতুলহাজ্ব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী (মাঃআঃ) এর খোশরোজ শরীফে রইল
একরাশ ফুলেল শুভেচ্ছা ও সেনানী অভিনন্দন

**খানকায় পীর,রাজপথে বীর
খাজা আরিফ বেনজীর ** 


কে.এম. নূরুল ইসলাম হুলাইনী
**********

**********

পীরে কামেল আল্লামা খাজা আবু তাহের হুজুর ।
ছিলেন রাহবারে আহলে ছুন্নাত, দেশব্যাপী মশহুর ।
তাঁরই যোগ্য শাহজাদা বিজ্ঞ,মহামতি ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ঢাকা সভাপতি ।
গাছতলা দরবার শরীফের সাজ্জাদানসীন ।
সুন্নীয়াত ঐতিহ্য যিনি রেখেছেন উড্ডীন ।
তকরির-বক্তৃতা-ভাষণ, দোয়া মুনাজাতে ।
শ্রুতিমধুর,জ্ঞানগর্ভ, দ্বীনি নছিহতে ।
রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদের ।
যোগ্যতম খতিব তিনি অনন্য মাহের ।
দ্বীন-ঈমানী,জ্ঞান-তাক্বওয়ার যেন এক উপমা ।
শব্দচয়ন,বাচনভঙ্গীর অনন্য সুষমা ।
মিনহাজুল কোরান ইন্টারন্যাশনাল ঢাকা বিভাগীয় ।
সভাপতির দায়িত্বেও যিনি অতুলনীয় ।
সুন্নীয়তের সিয়াসতের রণাঙ্গণের বীর ।
মানবতার সেবাকর্মেও নিবিষ্ট এক পীর ।
আপন হস্তে রান্না করেন কর্মী আপ্যায়নে ।
আপন কাঁধে বস্তা নিয়ে দেখি ত্রাণ বন্টনে ।
নীতির প্রশ্নে আপোষহীন সুউচচ এক শির ।
খানকায় পীর,রাজপথে বীর, যোগ্য বেনজীর ।
যাঁর দস্তে ফয়ুজাতের ফল্গুধারা বহমান ।
পীরে কামেল আল্লামা খাজা আরিফুর রহমান ।
আজই তাঁর মহান খোশরোজ মোবারকের শোভা।
মহামহিম রব সকাশে চাই হায়াতে তৈয়বা ।

Comments

comments