প্রকৃত অর্থে সুন্নি কারা ?? জেনে নিন ।
১) আল্লাহ্ আজজাওয়াজাললাহ্ কে সন্দেহ বিহীন সর্ব শক্তি তথা ক্ষমতা এবং দয়ার ভান্ডার হিসেবে মেনে নেন যারা ।
২)আল্লাহর দেয়া কোরআন এবং রাসূলে পাকের হাদিসের অনুসরণ সাহাবায়ে কেরাম, তাবায়িন তাবে-তাবায়িন, যুগশ্রেষ্ট মাযহাবের মহান ঈমামগনের দেয়া সমাধানকে সাথে আওলিয়ায়ে কেরামের মহৎ বাণী সমূহকে অনুসরণ এবং ওলামায়ে আহলে সুন্নাতের পদাঙ্ক অনুসরণ করেন যারা।
৩) রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর অন্যান্য সকল আপনজনের চাইতেও বেশি ভালোবাসেন যারা।
৪)আল্লাহর ভয় এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে রেখে ইবাদত করেন যারা।
৫) আল্লাহ্ আজজাওয়াজাললাহ্ নেয়ামত দানকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্টনকারী হিসেবে মানেন যারা।
৬) রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, দয়ার নবী,মায়ার নবী,উম্মাতের কান্ডারী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে মানেন যারা।
৭) রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নাত শরীফ, বায়ান, কেয়াম (দাড়িয়ে) সালাতুছ সালাম, এবং রাসূলের উছিলায় আল্লাহর দরবারে দোয়া করতে কিপটামি করেন না যারা।
৮) রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়াতে উম্মাতের অন্তর আলোকিত করতে পারেন সাধারণ ব্যক্তিকে ঈমানের দৌলত দিয়ে সরফরাজ করতে পারেন, এবং ময়দানে মাহাশরে গুনাগার উম্মাতের জন্য আল্লাহর দরবারে শাফায়াত (শুপারিস) করবেন , এই বিশ্বাস পোষণ করেন যারা।
৯) আরবের একটি শহর মদীনা শরীফ যার প্রতিটি ধূলিকণা রাসূলের স্পর্শ পেয়ে ধন্য, ঐ মদীনা শরীফ আর সবুজ গম্বুজের কথা মনে পড়লে যাদের অন্তর আবেগ প্রবণ হয়ে যায়, অরঠাৎ অন্তরে কাবা আর নয়নে মদীনার আকর্ষণ রয়েছে যার।
১০) আওলাদে রাসূল ,আহলে রাসূল , সৈয়দ জাদা ,বাপু গনের প্রতি মুহাব্বত এবং শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেন যারা।
১১)রাসূলে পাকের নাম মোবারক শুনা মাত্রই দরূদ শরীফ পড়তে ভালোবাসেন যারা।
১২)রাসূলে পাকের বিলাদতে (পৃথিবীর বুকে শুভাগমনে) খুশি হয়ে আনন্দিত হয়ে জসনে ঈদে মিলাদুন্নবী মোবারক পালন করেন যারা।
১৩) ঈদে মিলাদুন্নবী মোবারকে লঙ্গরাদি তবারুকাদি তৈরি করে ধনী গরীব সবার মধ্যে বন্টন করেন যারা।
১৪) রাসূলে পাকের শানে সালাতুছ সালাম দিতে লজ্জাবোধ নয় বরং গৌরববোধ করেন যারা।
১৫) রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক নূরের সৃষ্টি বলে বিশ্বাস করেন যারা।
১৬) উছিলা দিয়ে দোয়া করা সম্পূর্ণ বৈদ এবং শরীয়ত সম্মত মনে করেন যারা।
১৭) আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি তায়লা আলাইহি গনের উরশ শরীফের উৎযাপন করেন যারা।
১৮) আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি তায়লা আলাইহি গন আল্লাহর প্রদত্ত ক্ষমতার অধিকারী এবং রূহানী শক্তির মাধ্যমে মুসলমানের অন্তর আলোকিত করে দিতে পারেন এই বিশ্বাস রাখেন যারা।
১৯) নবীগন সম্পূর্ণ দোষত্রুটিমুক্ত এবং নিষ্পাপ মাহসুম বলে বিশ্বাস করেন যারা।
২০) আওলাদে রাসূল নবী বাগানের ফুল ঈমাম হোসাইন রাদিয়াল্লাহু তায়লা আনহু হক্ব এবং ন্যায়ের পক্ষে ছিলেন এবং জান্নাতী যুবকদের সরদার এই মর্মে সম্পূর্ণ বিশ্বাস রাখেন যারা।
২১) হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তায়লা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদোয়ানের জন্য শ্রদ্ধা সম্মান প্রদর্শন এবং ভালোবাসা রয়েছে যার।
২২) হারাম হালাল পার্থক্য করে জীবন যাপন করেন যারা।
২৩) টাকা,রিয়াল,পেট্রো ডলার, গ্রীন কার্ড ,ধন সম্পত্তি, নারী, গাড়ী, বাড়ীর বিনিময়েও ঈমান বিক্রি করেন না যারা।
২৪)ঈশকে রাসূলের মুহাব্বত ভরা সুন্নাতে ভরা বয়ান শুনলে অন্তর বিগলিত হয়ে অশ্রু ঝরে যার।
২৫) কথা বার্তা আচার আচরণে চলাফেরা নম্র সুন্নাতের অনুসরণ রয়েছে যার।
২৬) কথা কিংবা আচরনে শারীরিক কিংবা মানসিক ভাবে কাউকে আক্রমণ করেন না যারা।
২৭) নিজে ইলমে দ্বীন শিখতে আগ্রহী এবং নিজে শিখে অন্যান্যদের মাঝে ইলমে দ্বীনের খুশবো ছড়িয়ে দিতে আগ্রহী যারা।
২৮) যারা সত্যের উপর হক্ব এর উপর অটল থাকেন,
২৯) যারা সুন্নাতে রাসূলের অনুসরণ করে ক্ষমা প্রদর্শন করেন।
৩০) যারা ওলামায়ে আহলে সুন্নাতকে মাথার তাজ মনে করেন , পীর মাশায়েখ, হক্ব পন্থী দরবার গুলোকে ভালোবাসেন এবং শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেন।
৩১) যারা শুধু কথায় নয় কাজে প্রমাণ করেন পীর দরবার যার যার সুন্নি জনতা এক কাতার।
৩২) আ’লা হযরত রাহমাতুল্লাহি তায়লা আলাইহি সহ বিশ্বের সকল ঈমামে আহলে সুন্নাত, মুজ্জাদ্দিদগনকে মুহাব্বত করেন এবং চোখ বন্ধ করে তিনাদের সকল হক্ব সিদ্ধান্তকে স্বাগত জানান যারা।
৩৩) ঈমামে আহলে সুন্নাত, সুন্নি জামায়াতের ইমামগনকে মুহাব্বত এবং সমস্যা সময় অসময় জরুরি মাসালা, ফতোয়া প্রদান এবং রাষ্ট্রীয় ও সমাজিক প্রয়োজনে তিনাদের সমাধানের উপর একমত থেকে দ্বীনি খেদমদে সাড়া দেয় যারা।
৩৪) ইলমে দ্বীনের অধিকারী হুজুরগনকে (ছোট কিংবা বড় ) সম্মানের চোখে দেখে যারা।
৩৫) রাষ্ট্র কিংবা সমাজের হক্ব( কারোর ক্ষতি সাধন হয় এমন কাজ) নষ্ট করেন না যারা।
৩৬) সুন্নি অধ্যুষিত এলাকার গরীব মিসকিন এলাকার মসজিদ মাদ্রাসা এতিম খানা হেফজ খানার খেদমদ করেন যারা।
৩৭) গরীব প্রতিবেশীর সময় অসময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে সুন্নাতে রাসূলের অনুসরণ হিসেবে এগিয়ে এসে সহযোগিতা করেন যারা।
৩৮) দেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুন অনুসরণ করেন, এবং বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকেন যারা।
৩৯) হুজুর গাউসে পাকের মুহাব্বত অন্তরে পোষণ করেন যারা।
৪০) নিজ মাজহাবের ঈমামের অনুসরণ এবং অন্যান্য মাজহাবের ঈমামগনের সম্মান বাজিয়ে রাখেন যারা।
৪১) নিজ পীর এবং সংগঠনকে শ্রম এবং সময় দেয় এবং অন্যান্য হক্ব পন্থী পীর এবং সংগঠনকে সম্মানের চোখে দেখেন যারা।
৪২) অপর সুন্নি ভাইকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা দিয়ে
ব্যক্তিগত সমাজিক ব্যবসায়ীক ,শিক্ষা কিংবা চিকিত্সার ক্ষেত্রে সহযোগিতা করেন যারা।
৪৩) কোরবানির পশুর চামড়া, যাকাত, ফিৎরা,নফল সাদকা এবং যাবতীয় দান অনুদান সুন্নিয়তের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সংগঠন সমূহকে দিয়ে দ্বীনি কাজে সহযোগিতা করেন যারা