যার নামাযে সন্দেহ হয় তার কি করা উচিৎ
=========== মূল্যবান তথ্য পড়বেন ==============
ණঃ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী করীম (সাঃ)-এর নিকট থেকে এ খবর পৌঁছান,নবী করীম (সাঃ) বলেনঃ- তোমাদের কেউ যখন নামাযে থাক, তখন তার নিকট শয়তান আসে এবং তাকে সন্দেহে নিপতিত করে। এমনকি সে বুঝতে পারে না, কি পরিমান নামায সে আদায় করল। তোমাদের কেউ এমতাবস্থার সম্মুখীন হলে সে যেন বসাবস্থায় দুই সিজদা (সাহু) করে । (মুসনাদে আহমেদ- ৮৮২,বুখারী ও মুসলিম )
(বিঃদ্রঃ- হে আল্লাহ্! আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তহফিক দান করুন এই দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুন। ) আমীন!!!