খবরের বিস্তারিত...


ফটিকছড়িতে এস.এস.সি ও এইচ.এস.সি কৃতি শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রসেনা

আগস্ট 03, 2018 সাংগঠনিক খবর

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ” এর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় ২০১৮ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নানুপুর জাহানারা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আলমগীর মাসুদ এর সভাপতিত্বে ও গোলাম হাসনাইন আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার বিপ্লবী সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জননেতা আলহাজ্ব অধ্যাপক ছৈয়্যদ হাফেজ আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জননেতা মুফতি রমজান আলী রেজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক জননেতা মাস্টার নোমান অর রশিদ, অর্থ সম্পাদক জননেতা মাওলানা মাইন উদ্দিন নুরানী, মাওলানা আবদুল হাই ফার্সি ও ইসলামিক ফ্রন্ট ভূজপুর থানার কার্যনির্বাহী সদস্য মাওলানা শফিউল আলম হাসনাবাদী ও মুহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী।
আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা ছৈয়্যদ মিজানুর রহমান, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, হাসান ইমাম, ইমরান উদ্দিন ইমন, আবদুল কাদের।
উপস্থিত ছিলেন ছাত্রনেতা দৌলত হোসাইন, কামাল উদ্দিন রুবেল, নুরুল আলম আরমান, হায়দার আলী, আজিজুর হক, দিদারুল আলম, শহিদ উদ্দিন, হাসানুজ্জামান, আরিফ উদ্দিন, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

Comments

comments