অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও জনগণের নির্ভিগ্নে যাতায়াত ব্যবস্থা করার দাবীতে ছাত্রসেনার মানববন্ধন
অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও নিউমার্কেট থেকে ফতেয়াবাদ পর্যন্ত রেইন্জারসহ অন্যান্য পরিবহনগুলোর যাতায়াত নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
মানববন্ধনে– অধ্যাপক হাফেজ আহমদ।
হাটহাজারী থানার অন্তর্গত ৩ নম্বর রোডস্থ ফতেয়াবাদ টু নিউমার্কেট বাস সার্ভিসের ড্রাইভার ভাইদের উপর্যুক্ত গন্তব্যস্থল পর্যন্ত যথাযথ সার্ভিস প্রদানের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের যৌথ উদ্যোগে, আমান বাজার এলাকায় এক ” বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার সর্বস্থরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।