ইসলামী ছাত্রসেনার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠান সম্পন্ন
নেতৃত্বের বিকাশে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করতে হবে —— অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জাতীয় জীবনে সুশিক্ষিত, মেধাবী ও নৈতিক গুণাবলী সমৃদ্ধ আদর্শ প্রজন্ম সৃষ্টির মাধ্যমে কর্মক্ষম, দক্ষ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী একটা জাতি গঠন মূল লক্ষ্য হলেও সেই গণআকাঙ্খা এখনও গুমরে মরছে। দেশের এযাবতকালের সর্বপ্রকার অর্জনের নেপথ্যে ছাত্রসমাজের অনন্য ভূমিকা থাকলেও সমকালীন প্রেক্ষাপটে তা ভিন্ন চেহারায় দৃশ্যমান। এরা এখন তথাকথিত স্বার্থান্ধ কতিপয় রাজনীতিকের শকুন দৃষ্টির শিকার। চাটুকারিতা তথা লেজুড়বৃত্তিই এখন ছাত্র রাজনীতির প্রধান অনুষঙ্গ। তাই ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরায় ফিরিয়ে আনতে হলে ছাত্র সংসদ নির্বাচন পুনঃ চালু করা সময়ের দাবি।
গত সোমবার বিকেল ৩টায় ইসলামী ছাত্রসেনা মহানগরের উদ্যোগে কাজী সুলতান আহমদের সভাপতিত্বে আয়োজিত ইসলামী ছাত্রসেনার সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ও সচিব যথাক্রমে মুহাম্মদ মুনির উদ্দীন ও রাশেদুল ইসলাম রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স ম শহিদুল হক ফারুকী, নগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসমত আলী তাহেরী, অর্থ সম্পাদক এম ইলিয়াছ খাঁন ইমু, দপ্তর সম্পাদক মাওলানা মহিউদ্দীন তাহেরী নকশ্বন্দী, মাসুদ করিম চৌধুরী, দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জানে আলম নিজামী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম গোলাম হায়দার হাসিব। বক্তব্য রাখেন চবি শাখার সভাপতি এমদাদুল ইসলাম, ইসমাঈল হোসাইন, ইরফান উদ্দীন, কামরুল হাসান শাকিল, কাওছারুল ইসলাম সোহেল, মুহাম্মদ সিহাব উদ্দীন, রিদুয়ানুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম, আবুল হাশেম রাশেদ, তানভীর, জুয়েল, মাসরুর রহমান, খালেক মাসুদ, ইমরান হোসেন, নাছির উদ্দীন, ইমরান আলী, নাঈম উদ্দীন, দিদার রেজা প্রমুখ।