ইসলামী ছাত্রসেনা সরকারী হাজী মুহাম্মদ মহসীন কলেজ চট্টগ্রাম শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন গতকাল সোমবার বেলা ১১টায় দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা এম. মাসরুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহানগর সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.এম. মঈনউদ্দীন চৌধুরী হালিম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম।
প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর সহ সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আল মামুন।
নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা মহানগর সাংগঠনিক সম্পাদক ও সহ অর্থ সম্পাদক যথাক্রমে শহীদুল ইসলাম ও আতাউল করিম।
এতে বক্তব্য রাখেন লুৎফুর রহমান, আজিমুল হক, দেলোয়ার হোসেন, আব্দুল বাসেত, নুরুল ইসলাম ও শাহরিয়ার আলম প্রমুখ।
সভা শেষে মুহাম্মদ মাসরুর রহমানকে সভাপতি ও মুহাম্মদ আবুল ফয়েজ মামুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।