হয়রতুলহাজ্ব আজিজুল হক আল কাদেরী (র:) জানাযায় লাখো মানুষের ঢল
আজিজীয়া কাজেমী কমপ্লেক্সের চেয়ারম্যান ও ছিপাতলী মুঈনীয়া আলীয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়রত আলহাজ্ব আজিজুল হক আল কাদেরী(র:) এর জানাযা আজ ১ এপ্রিল সোমবার বাদে আছর ছিপাতলী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে ইমামতি করেন, হুজুরের মেজ শাহাজাদা, ছিপাতলী মূঈনীয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।
জানাযার নামায পড়ার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মাদ্রাসার অধ্যক্ষ, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাচ্ছির, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, হুজুরের ছাত্র, ভক্ত, মুরিদানসহ সকল শ্রেণী পেশার মানুষ।
জানাযার নামাযের পরে, মাদ্রাসা মাঠের উত্তর পাশে উনাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিভিন্ন ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন ও নেতৃবৃন্দ শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি ৩১ মার্চ রবিবার সকাল ৯ ঘটিকায় ইনতেকাল করেন। মৃত্যুকালে ৩ পুত্র ও ৬ জন মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত মুরিদান রেখে যান।
উল্লেখ্য, ১৯৪০ সালের ২৩ শে মে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।