খবরের বিস্তারিত...


দিল্লিতে মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফেব্রু. 28, 2020 সাংগঠনিক খবর

দিল্লিতে মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ।

২৮-০২-২০২০ইং বাদ জুম্মা – ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে- ভারতীয় মুসলমানদের উপর গনহত্যা,মসজিদে আগুন ও নির্বিচারে জুলুম অত্যাচার এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নগরীর নগর ভবন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদ থেকে এক চাষাড়া প্রেসক্লাবে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন- “আজ মুসলমানরা সাড়া পৃথিবীতে নির্যাতিত,তারই ধারাবাহিকতায় ভারতে মুসলমানদের গনহত্যা,মসজিদে আগুন,নির্বিচারে জুলুম অত্যাচার চলছেই।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিশ্ব মোড়লেরা আজ নিশ্চুপ।মানবিক সংস্থাগুলো আজ নিশ্চুপ।বাংলাদেশ সরকার এর মানবিক দায়িত্ব এই সহিংসতার প্রতিবাদ জানানো,প্রতিবাদ তো দূরে থাক আজ বাংলাদেশের সরকার মুজিববর্ষ পালনের জন্য টেরোরিস্ট মোদিকে অতিথি হিসেবে আনছে যা একটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর বক্তব্যের সাথে সহমত প্রকাশ করে বলতে চাই এই টেরোরিস্ট মোদিকে বাংলাদেশে দেখতে চাইনা।বাংলাদেশ সরকার এর প্রতি আহবান রাখতে চাই অচিরেই তাদের বিরুদ্ধে নূন্যতম প্রতিবাদ জানান।ভারতের দাসত্বের জন্য স্বাধীনতা অর্জন করা হয়নি তাই ভারতের মুসলিমদের পাশে দাড়ানো আমাদের নৈতিক মানবিক দায়িত্ব।

ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি- রাহাত হাসান রাব্বী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মোঃ গোলাম মোস্তফা নীরব,সভাপতি- ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর,সানী দেওয়ান- সাধারণ সম্পাদক,ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর,রিদওয়ানুল ইসলাম নিবিড়,ভারপ্রাপ্ত-সাধারন সম্পাদক,ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা,মোঃ ইমরান খন্দকার,অর্থ- সম্পাদক,ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর সহ প্রমুখ

Comments

comments