খবরের বিস্তারিত...


ভারতে মুসলিমদের উপর হত্যা নির্যাতন সহ্য করবেনা বিশ্ব মুসলিম

ফেব্রু. 28, 2020 সাংগঠনিক খবর

সুন্নী জনতাকে গর্জে উঠার আহবান!
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা।

ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম উত্তর জেলার উদ্যেগে ভারতে মুসলিমদের উপর হত্যা ও চরম নির্যাতনের প্রতিবাদে চট্রগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ সংগঠনের জেলার সভাপতি খ. ম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয় । প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন প্রায় সাতশত বছর যাবৎ মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ শাসনকালে কোন হিন্দু বা অন্যান্য ধর্মের কোন অনুসারীদের আঘাত করেনি। অথচ এই মোদী সরকার দীর্ঘদিন ধরে মুসলিম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, এহেন পরিস্তিতি চলতে থাকলে বিশ্ব মুসলিম ঘড়ে বসে থাকবেনা! সমাবেশে প্রধান বক্তা ছিলেন সেনার কেন্দ্রীয় সহ- সভাপতি এইচ এম আবু ছাদেক সিটু । অন্যাদের মধ্যে উপস্তিত ছিলেন ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ নুরুল আমিন, খান এ সবুর, মঈন উদ্দিন চৌধুরী হালিম, উত্তর জেলা ফ্রন্ট নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, ফ্রন্ট নেতা আব্দুল করিম, জনাব ওসমান, এম মিজানূর রহমান, মো: সাখাওয়াত হোসেন সুমন, সেনার সেক্রেটারী মিজবাহুল ইসলাম, সেনা নেতা ফরিদুল হক, ইন্জিনিয়ার রাসেল, মোঃ সেকান্দার, মুরশেদ রেজা কাদেরী, নাছির উদ্দিন চৌধুরী, মো: জাহেদ, জমির উদ্দিন সানি, আব্দুল কাদের, কবি শাহেদ, মোঃ নাছির, মোঃ তানিম, ইমাম উদ্দিন প্রমুখ শেষে এক বিক্ষোভ মিছিল জমিয়তুল ফালাহ হতে শুরু করে কাজীর দেউরি মোড়ে শেষ হয়।।

Comments

comments