অসহায়দের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইসলামী ছাত্রসেনা
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নির্দেশ ক্রমে মহামারী করোনায় পর্যুদস্ত মানবতার পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ত্রান সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গত ০৪ এপ্রিল’২০ ইং সকাল ১১.০০ টায় ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা শাখার ব্যবস্থাপনায় কুমিল্লার কান্দিরপাড়, দারোগাবাড়ী, নূরপুর, মুরাদপুর, চকবাজার, সুজানগর,পাঁচথুবি ইউনিয়ন, সাতোরা, হাউজিং এস্টেট এলাকায় বিভিন্ন দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী (চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু ইত্যাদি) বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা সেক্রেটারী এম মাইন উদ্দিন এর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছাত্রনেতা পীরজাদা ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার, বিশেষ অতিথি হিসেবে জেলা ইসলামিক ফ্রন্টের সেক্রেটারী জননেতা মুফতি মুহাম্মদ মাঈন উদ্দিন। এতে কুমিল্লা জেলা ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে তোফাজ্জল হোসেন তুহিন (যুগ্ন সাধারন সম্পাদক), নাছিরুদ্দিন শিপন (দপ্তর সম্পাদক), গাজী মনিরুল ইসলাম (মাদরাসা বিষয়ক সম্পাদক), মোঃ সাব্বির হোসেন, মোঃ ইমন প্রমূখ উপস্থিত ছিলেন।