ছাত্রসেনার আন্দোলনের ২য় শাহাদাৎ বরণকারী শহীদ লিয়াকত(রহঃ)’র মাজার জিয়ারত
ইসলামী ছাত্রসেনার আন্দোলনের ২য় শাহাদাৎ বরণকারী শহীদ লিয়াকত(রহঃ)’র মাজার জিয়ারত করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী (ম.জি.আ.) তিনদিনের চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের চান্দগাঁও মৌলভী পুকুর পাড়স্থ ইসলামী ছাত্রসেনার দ্বিতীয় শহীদ মুহাম্মদ লিয়াকত আলী (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীরে তরিকত আল্লামা আরিফুর রহমান তাহেরী, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ, পীরজাদা আল্লামা নাজমুল হক আকন্দ প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ ।