মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবীতে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এদেশের শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রিয়মুখ বাতেলের আতংক আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির দাবীতে সর্বস্তরের সুন্নী জনতার ব্যানারে ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার ব্যবস্থাপনায় নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রসেনা জেলা সভাপতি কেএম শামীম আহমদ চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি জননেতা মীর মোঃ আবু বাকার ও প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের বিপ্লবী সাধারন সম্পাদক ছাত্রনেতা ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মইনুদ্দীন আজমী, মনসুর আহমদ রাজাপুরী, মাও জিএম শাহজাহান বিপ্লবী, জননেতা আবুল কাশেম, ছাত্রসেনা জেলা সেক্রেটারী মোঃ মাইনউদ্দীন সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আল্লামা আলাউদ্দীন জিহাদীর মুক্তির আলটিমেটাম ঘোষনা দেন। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারী দেন। তারা বলেন, হেফাজতের আমীর আহমদ শফির মৃত্যু নিয়ে পরষ্পর হত্যার দোষারোপ দিয়ে চলমান ক্বওমীদের বিবদমান অন্তর্দ্বন্দ ধামাচাপা দিতে শফির কথিত হত্যাকান্ড ভিন্নখাতে প্রবাহিত করতে মুফতি আলাউদ্দিন জিহাদীকে ফাঁসানো হয়েছে। বক্তারা অনতিবিলম্বে জিহাদীর মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক নিঃর্শত মুক্তির দাবী জানান।
এসময় কুমিল্লার বখশিয়া দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন দরবার শরীফের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরনের মাধ্যমে এ প্রতিবাদ সভার সাথে একাত্মতা পোষন করেন।