খবরের বিস্তারিত...


দেশব্যাপী ধর্ষণ ও বলাৎকারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল,মানববন্ধন করবে ইসলামী ছাত্রসেনা

সেপ্টে. 30, 2020 বিবৃতি

সিলেটের এম.সি কলেজে ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের তীব্র নিন্দা, ক্ষোভ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।

বুধবার এক বিবৃতিতে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি এম এম নাঈম উদ্দীন ও সাধারন সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসিব বলেন,৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের এই পবিত্র স্থানকে যারা অপবিত্র করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সিলেট এম.সি কলেজে গৃহবধূকে গণধর্ষণ ও দেশব্যাপী শিশু ধর্ষণ–বলাৎকারের প্রতিবাদ এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১,২ ও ৩ অক্টোবর সকল জেলা–উপজেলা ও মহানগরে “বিক্ষোভ মিছিল ও মানববন্ধন” করার জন্য নির্দেশনা দিয়ে গণধর্ষণে জড়িত ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে সারাদেশে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।

Comments

comments