
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনা’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্টিত
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র্যালি সংগঠনের উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হকের সভাপতিত্বে ইমাম ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান।বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ। সংবর্ধেয় অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা সদ্য বিদায়ী কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী আহসানুল আলম, উত্তর জেলার সাবেক সভাপতি খ.ম.জামাল উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রসেনার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রসেনার সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান, নাছির উদ্দিন চৌধুরী, এম সরওয়ার আলম, সেক্রেটারি মিসবাহুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, নগর সেনার যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আবুল হাসেম রাশেদ, চবি সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, আনোয়ার হোসেন রানা, আলমগীর মাসুদ, হাসান ইমাম, তাজুল ইসলাম, ফোরকান উদ্দিন, আবদুল কাদের, জাহেদ, হেলাল, ইসমাইল হোসেন, তসলিম, হাফেজ হারুন, হাফেজ নেজাম উদ্দিন প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ের নিচ থেকে বিজয় র্যালি শুরু হয় জমিয়তুল ফালাহ চত্বরে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।