খবরের বিস্তারিত...

নুরুল ইসলাম হুলাইনী ভাইয়ের ইন্তেকালে গভীর শােক প্রকাশ

নুরুল ইসলাম হুলাইনী ভাইয়ের ইন্তেকালে গভীর শােক প্রকাশ

জানু. 29, 2021 বিবৃতি

ইসলামী ছাত্রসেনা’র ১ম কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর, আশি ও নব্বয়ের দশকের ত্যাগী নেতা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সদস্য চারণ কবি নুরুল ইসলাম হুলাইনীর ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম আরাফাত মােল্লা ও সাধারন সম্পাদক শেখ ফরিদ মজুমদার এক যৌথ শােক বিবৃতিতে বলেন, কে এম নুরুল ইসলাম হুলাইনী সুন্নীয়তের একজন সত্যিকারের খাদেম ছিলেন।তিনি আজীবন সুন্নীয়তের জন্য মাঠে ময়দানে চষে বেড়িয়েছেন।দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর অবশেষে ২৮ জানুয়ারী রাত ৯ ঘটিকায় নিজ বাড়িতে পরলোক গমন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রিয় কবির ইন্তেকালে সুন্নী জনতা একজন প্রিয় অভিভাবককে হারালাে। কে এম নুরুল ইসলাম হুলাইনী ব্যক্তি জীবনের পাশাপাশি মাজহাব ও মিল্লাতের খেদমতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সমসাময়িক কবিতার বই লিখে বৃহত্তর মুসলিম উম্মাহর বিবেককে জাগ্রত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন

বার্তা প্রেরক

মােঃ রিয়াজ উদ্দিন সত্যনগরী

দপ্তর সম্পাদক

ইসলামী ছাত্রসেনা

কেন্দ্রীয় কার্যালয়ঃ ৬০/১ (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা- ১০০০। Web: www.chattrasena.com, Email: islamichattrasena@gmail.com

Comments

comments