কালীগঞ্জে ইসলামি ছাত্রসেনা’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাজীপুরের কালীগঞ্জে ইসলামি ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামি ছাত্রসেনার আদর্শ, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলার তুমলিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সোমবাজার আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফ সংলগ্ন মাঠে ইসলামি ছাত্রসেনা উপজেলার সভাপতি ছাত্রনেতা হাফেজ আল-মামুন আল-আবেদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী। অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, গাজীপুর জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ও ইসলামি ছাত্রসেনার সাবেক সভাপতি এম এম নাঈম উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কালীগঞ্জ উপজেলার সভাপতি মো. আবু তাহের খান আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ বি এম আরাফাত মোল্লা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আলহাজ¦ মো. রেজাউল করিম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ দেওয়ান শফিউদ্দিন আহমেদ, বর্তমান সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, যুব হিজবুর রাসুল (দ.) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান সরকার মোমেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার কেন্দ্রীয় ও স্থাণীয় নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।