খবরের বিস্তারিত...

শহীদ আব্দুল হালিম (রহ.) এর পিতার ইন্তেকালে শোক প্রকাশ

শহীদ আব্দুল হালিম (রহ.) এর পিতার ইন্তেকালে শোক প্রকাশ

জুলাই 29, 2021 বিবৃতি

ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ) এর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ছাত্রনেতা এবিএম আরাফাত মোল্লা ও ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার এক যৌথ বিবৃতিতে বলেন, ১৯৮৪ সালের ১০ জুলাই শহীদ আব্দুল হালিম (রহ) কুরআন-সুন্নাহর সমাজ কায়েম করতে গিয়ে শহীদী সুধা পান করেছিলেন। আমরা সেই শহীদ জনককে হারালাম। তিনি কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা কায়েমের জন্য শুধু নিজের সন্তানকে উৎসর্গ করেননি, বরং আমৃত্যু ইসলামী ছাত্রসেনার কর্মকান্ডকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। সংগঠনের এমন একজন পরম হিতাকাঙ্ক্ষীকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য যে, ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ মুহাম্মদ আব্দুল হালিম (রহ) এর শ্রদ্ধেয় পিতা অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই ইন্তেকাল করেন।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন সত্যনগরী
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা।

Comments

comments