পবিত্র শোহাদায়ে কারবালা উপলক্ষে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র শোহাদায়ে কারবালা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। আজ ২১শে আগস্ট বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ শহীদ হালিম মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী। ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম. আরাফাত মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি আহমেদ রেজা, গোলাম হায়দার হাসিব, দেলোয়ার হোসাইন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদার, যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক এইচ এম মুনির উদ্দিন সহ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৷