খবরের বিস্তারিত...


পটিয়া ইসলামী ছাত্রসেনার এস এস সি-এইচ এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও গাইডলাইন সভায় বক্তব্য রাখছেন মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম

শিক্ষার উন্নয়ন ব্যাতিরেকে কোন দেশ ও জাতির লক্ষ্যার্জন সম্ভব নয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন- শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। শিক্ষার উন্নয়ন ব্যাতিরেকে কোন দেশ ও জাতির লক্ষ্যার্জন সম্ভব নয়। যৎকারণে বিশ্বের উন্নত দেশগুলো শিক্ষার উপরই অধিকতর জোর দিয়ে থাকেন। এমনকি শিক্ষা খাতে জাতীয় বাজেটের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ ব্যয় করে থাকে। শিক্ষার উন্নয়নই জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত বলে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- নৈতিকতাসমৃদ্ধ ও স্খলনমুক্ত শিক্ষাই হচ্ছে সুশিক্ষা। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনার এহেন আয়োজনের ভূয়সি প্রশংসাও করেন। অদ্য ০৫ নভেম্বর, ২০২১ শুক্রবার বেলা ১১টায় ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের উদ্যােগে সংগঠনের শান্তিরহাটস্থ দলীয় কার্যালয়ে এস সি ও এইচ এস সি পরীক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা ও গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদ এর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন- কাজী মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ এর এম বি বি এস ১ম বর্ষের শিক্ষার্থী নাইমা আক্তার এবং সদ্য গুচ্ছ (প্রযুক্তি) ভর্তি পরীক্ষায় সুযোগপ্রাপ্ত মোঃ ইউনুস, নুসরাত আক্তার এবং রিমা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আহম্মেদ, মুবারক হোসেন হিরু, হাফেজ সাদেক হোসেন, মুহাম্মদ নাইম, স মুহাম্মদ জিসান প্রমুখ ।

বার্তা প্রেরক

তাজুল ইসলাম
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা
পটিয়া উপজেলা

Comments

comments