খবরের বিস্তারিত...


পটিয়ায় ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত মাসব্যাপী সমর্থক সংগ্রহ অভিযান এর শুভ উদ্ভোধন

‘ইসলামী ছাত্রসেনার মাসব্যাপী সমর্থক সংগ্রহ অভিযান সময় ও যুগোপযোগী। কর্মীবান্ধব উদ্যােগ সর্বাত্নকভাবে সফল করুন। – এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম।

পটিয়ায় ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত মাসব্যাপী সমর্থক সংগ্রহ অভিযান এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান অদ্য ১৩ নভেম্বর, ২০২১ শনিবার পরিষদের শান্তিরহাটস্থ দলীয় কার্যালয়ে পরিষদ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুমিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদকে এ ধরনের কর্মীবান্ধব যুগোপযোগী কার্যক্রম হাতে নেওয়ায় সাধুবাদ জানান। একইসাথে পটিয়ায় ছাত্রসেনার দায়িত্বশীল ভাইদের এই কার্যক্রম সর্বাত্নকভাবে সফল করতে উদাত্ত আহ্বান জানিয়ে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও আঞ্চলিক শাখা হতে আগত দায়িত্বশীল ভাইদের হাতে সমর্থক ফরম তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) পরিষদ সাধারন সম্পাদক ও কাশিয়াইশ ইউনিয়ন সভাপতি মুবারক হোসেন হিরু, কুসুমপুরা ইউনিয়ন আহ্বায়ক সাদেক হোসেন, কোলাঁগাও ইউনিয়ন সভাপতি শেখ আহম্মেদ এবং চাপড়ী আঞ্চলিক শাখার সভাপতি মুহাম্মদ নাইম উদ্দীন, মোঃ জিসান, মোঃ ফাহিম প্রমুখ।

Comments

comments