নতুন ঈসায়ী সনের শুভেচ্ছা বার্তা
দেশবাসী ও আপামর ছাত্রসমাজ কে নতুন ঈসায়ী সাল ২০২২ খ্রীস্টব্দের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম. আরাফাত মোল্লা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। আজ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন সত্যনগরী স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ তা’য়ালার অশেষ দয়ায় নতুনের বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে নতুন বছর ২০২২ ইংরেজি। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন উদ্যম। বিদায়ী বছরে আপামর জনসাধারণের চলার পথ বন্ধুর ছিল না। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক মহামারী করোনা ভাইরাসের করাল থাবায় স্বাভাবিক জীবনযাত্রা ছিল একেবারেই বিপর্যস্ত। বিশ্ব-অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পঙ্গু অবস্থা বরণ করেছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রাণাধিক প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখা কখনো সহজ ছিল না। বিপর্যস্ত জনজীবন তবুও থেমে থাকেনি। শত প্রতিকূলতাকে দূরে ঠেলে খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা জীবিকার সন্ধানে নিজেকে ব্যস্ত রেখেছে। নিজের জীবন বাজি রেখে জীবিকা সন্ধানের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখার যে পবিত্র দায়িত্ব তারা পালন করেছে তা অনস্বীকার্য। বাঙ্গালী জাতি স্বাপ্নিক জাতি। শত প্রতিকূলতার মাঝেও এ জাতি সমৃদ্ধির স্বপ্ন দেখেছে। নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রেখে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক শুভেচ্ছা বার্তায় আরো বলেন, নতুন বছর সবার জীবনে সমৃদ্ধির বার্তা বয়ে আনবে। আমরা আবারো ফিরে যাব স্বাভাবিক জীবনযাত্রায়, এটা প্রত্যাশা। দেশব্যাপী ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ আপামর জনসাধারণের প্রতি নতুন বছরের নিরন্তর শুভেচ্ছা ও প্রীতি রইল।