খবরের বিস্তারিত...

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা

মে 01, 2022 বিবৃতি

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস।এ উপলক্ষে সকল মেহনতী শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্বা ও কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এ.বি.এম আরাফাত মোল্লা ও শেখ ফরিদ মজুমদার।

আজ এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন,শ্রমের মর্যাদাদানের ক্ষেত্রে ইসলামের অবস্থান অতুলনীয়। মানব জাতির গাইডলাইন আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করবে। (’সুরা জুমা,আয়াত ১০) ইসলামের দৃষ্টিতে সম্পদের মালিকানা আল্লাহর, মানুষ সে সম্পদের তত্ত্বাবধায়ক মাত্র।

নেতৃবৃন্দ আরো বলেন,শ্রমিক গণ সকল শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ও ভালবাসা পাওয়ার জায়গায় তারা প্রতিনিয়ত শ্রমের মূল্যহীন ও তাদের অধিকারের চেয়ে বঞ্চিত হচ্ছে। কিন্তু ইসলামের রীতি-নীতির সঠিক অনুসরণ করলে শ্রমিক তার মূল্য ফিরে পেতো।শ্রমিকে ঘাম শুকানোর পূর্বে তার অধিকার ফিরে দেওয়াই ইসলামের সৌন্দর্য।

আসুন আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক সকল অসহায় শ্রমিক খেটে খাওয়া মানুষের সঠিক মর্যাদা আদায়ে সমাজের সর্বস্তরের মানুষের ভালবাসা পাওয়ার অঙ্গীকার।

মোহাম্মদ রিয়াজ উদ্দিন সত্যনগরী
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা।

Comments

comments

Related Post