ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক মহান মাতৃভাষা দিবস পালিত
মহান মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালণ ও ভাষা শহীদদের স্মরণের লক্ষ্যে ‘ইসলামী ছাত্রসেনা’ মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে, সংগঠনের জেলা শাখা’র সভাপতি সংগ্রামী ছাত্রনেতা এস এম জায়েদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা এম আব্দুল হক এর সঞ্চালনায় অদ্য ২১শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয়ে ‘আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যথাক্রমে ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’ জেলা শাখা’র সহ-সভাপতি মাওলানা শাহ মহিবুর রহমান জালালী ও অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার মোরশেদ।
উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান কামরুল,, জাবির হোসাইন, আব্দুল হামিদ রনি, আফছার আহমদ, মামুন আহমদ, কাওছার আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।