ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মায়ের সম্ভ্রমের বিনিময়ে এ দেশের স্বাধীনতাকে কেনা হয়েছে। এ দেশের সূর্যসন্তানেরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রিয় প্রাণকে উৎসর্গ করে এদেশকে স্বাধীন করেছেন। অথচ সে স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। আমাদের কচিকাঁচা সন্তানদের বিকৃত ইতিহাস শেখানো হচ্ছে। ১৯৭১ সালের দেশবিরোধী শক্তি আজও দেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এবং শেখ তোফায়েল আহমদের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মুহাম্মদ আজগর আলী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ঢাকা মহানগরীর অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সানী দেওয়ান প্রমুখ।