ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যক্ষ কাজী জাকের হোসাইন আনসারী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে বাংলার দামাল ছেলেরা রণাঙ্গনে ঝাপিয়ে পড়েছিলেন। এরই ধারাবাহিকতায় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ জাতির স্বাধীনতা লাভ করে। আজ জাতি স্মরণ করছে এ বীর শহীদদের। তিনি সকলের রুহের আত্নার মাগফিরাত কামনা করেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মাওলানা মুফিজুল ইসলাম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক মাসরুর রহমান, সাহেদুল ইসলাম, নুরুল আজিম আরিফ, দিদারুল ইসলাম নয়ন, আসিফ হোসেন, আরিফ, মহররম আলি সহ প্রমুখ