চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে হযরত খাদিজাতুল কোবরা (রা্দ্বি,) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে হযরত খাদিজাতুল কোবরা (রা্দ্বি,) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে- আল্লামা কাজী জসিম উদ্দিন
হযরত খাদিজাতুল কোবরা (রাদ্বি) দুনিয়ার তাবৎ রমণীদের জন্য চির উজ্জ্বল-অম্লান এক আদর্শ।
ইসলামিক ফ্রন্ট বংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন- রাসূল (দ.) এর নবুওয়াত প্রাপ্তির পর
হযরত খাদিজাতুল কোবরা (রা্দ্বি) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যাঁকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। নবী (দ.) জীবনে এই মহিয়সী নারী ছিলেন আল্লাহর এক বিশেষ নেয়ামত স্বরূপ। দীর্ঘ পঁচিশ বছর যাবত আল্লাহ্র নবীকে (দ.) সাহচর্য দিয়ে, সেবা-যত্ন দিয়ে, অভাব-অনটনে সম্পদ দিয়ে এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ইসলামের সুরক্ষায় তিনি যে অনন্য অবদান রেখেছেন তা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সকল প্রকার আরাম-আয়েশ উপেক্ষা করে মা খাদীজা (রাদ্বি) ইসলামের গোপন প্রচার কার্যে রাসূলকে (দ.) পূর্ণমাত্রার সহযোগিতা দিয়ে গেছেন। অমুসলিম আত্মীয়-স্বজনের বিদ্রূপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হক এর দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন। অত্যাচারিত, কর্মচ্যুত ও সমাজচ্যুত নও-মুসলিমদেরকে সর্বোতভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন-সম্পদ ওয়াক্ফ করে দিয়েছেন। তিনি দুনিয়ার তাবৎ রমণীদের জন্য চির উজ্জ্বল ও চির অম্লান এক আদর্শ।
ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে অদ্য ৩১ মার্চ ‘২৩ শুক্রবার বিকেল ৪টায় নগরির একটি অভিজাত রেস্টুরেন্টে হযরত খাদিজাতুল কোবরা (রা্দ্বি,) এর ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ। স ম শওকত আজিজ আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ নুরুল আমিন, মাওলানা বশির আহমদ, এস এম আবু সাদেক ছিটু, ছাত্রনেতা ফরিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আব্দুল মালেক রেজভী, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ তৌহিদ মুরাদ সুমন, মুহাম্মদ মিজানুর রহমান মুকুল, মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, মুহাম্মদ মাসরুর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ তারেকুর রহমান মোহাম্মদ তারেকুল ইসলাম তানিম প্রমূখ। আখেরী মুনাজাত পরিচালনা করেন- আল্লামা ফয়েজ নঈমী।