ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার উদ্যোগে শহীদ লিয়াকত দিবস উদযাপিত
ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার উদ্যোগে শহীদ লিয়াকত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের কুমিল্লা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ লিয়াকত আলী (রহ.) ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের অকুতোভয় সৈনিক। ইসলামের সঠিক রূপরেখাকে সমাজে বাস্তবায়ন করতে গিয়ে তিনি এদেশের স্বাধীনতা বিরোধীদের রোষানলে পড়ে শাহাদাত বরণ করেন। নির্মল সুন্দর আদর্শের কারণে শহীদ লিয়াকত আলী (রহ.) এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মদ মাছুম জালালী, কুমিল্লা জেলার সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ নাছির উদ্দিন শিফন, হাফেজ গোলাম হুসাইন সাদিব, সেলিম আহমদ শিমুল, ফজলে রাব্বী, মোঃ আতিক উল্লাহ, মোঃ মেহেদী হাসান, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।