ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
যোগ্য নেতৃত্বের মাধ্যমে আজকের ছাত্ররাই আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিবে।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার
ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ঈদ পুনর্মিলনী ও ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মিছবাহুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরীর অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জননেতা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কাজী আহসানুল আলম, যুগ্ম আহবায়ক, আহমদ রেজা, সচিব খ ম জামাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা মহানগর সাধারণ সম্পাদক,ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। উপস্থিত ছিলেন নবগঠিত পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর মাসুদ,ছাত্রনেতা হাসান ইমাম, আবদুল কাদের, হাফেজ নেজাম উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ পিয়ারুল ইসলাম, এনামুল করিম, মুহাম্মদ হাসনাত শাহরিয়ার, শেখ পারভেজ, মুহাম্মদ নাঈম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী বলেন, ছাত্ররা আগামীতে দেশ পরিচালনা করবে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হলে মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে৷ দেশ গঠনে যোগ্য নেতৃত্ব সৃষ্টিতে ইসলামী ছাত্রসেনা দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে ।