ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা কাউন্সিল ও কর্মী সম্মেলন ২০২৩ইং ১০ই জুন শনিবার নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা সভাপতি মোঃ রাহাত হাসান রাব্বী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা তরিকুল হাসান লিংকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট জননেতা-এ এম এম একরামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র যুগ্ন মহাসচিব মোঃ আমজাদ আলী লিটন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জননেতা সাদ্দাম হোসেন কাওছার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রসেনা, নাঃগঞ্জ মহানগর এর আহবায়ক মোঃ সানী দেওয়ান। আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুল খালেক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ বাহাউদ্দিন, একেএমবি শারজাহ শাখার দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম নিবিড়, হাফেজ সামায়ন আল আবেদী, ইয়াসিন আরাফাত আজমির, হারুনূর রশীদ ফাহিম, রামীম রাজ, মুহাম্মদ ইমন হাসান, মুহাম্মদ নিলয় প্রমুখ। বক্তারা বলেন, ছাত্ররা একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে গডফাদারদের হাতিয়ার হিসেবে। এমন কোন হেয় কাজ নেই তাদের দিয়ে মানবরচিত মতবাদের দলগুলোর নেতারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য করছেনা। যা রাজনীতির জন্য লজ্জাজনক। ইসলামী ছাত্রসেনা সেই ঘুনেধরা সহিংস রাজনীতির বিপরীতে অহিংস ছাত্ররাজনীতির অনুপম মডেল হিসেবে বাংলার জমিনে কুরআন সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একটি দেশকে উন্নত জাতিতে পরিণত করতে হলে সে দেশের শিক্ষাব্যবস্থা উন্নত ও আধুনিক করতে হয়, কিন্তু আজকে স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেলেও আমরা সেই ব্রিটিশ আমলের বস্তাপচা শিক্ষাব্যবস্থা নিয়ে পরে আছি। তাই আজকের এই কাউন্সিল থেকে সরকারের প্রতি দাবী থাকবে কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এবং নারায়ণগঞ্জে অতিসত্ত্বর পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
পরিশেষে- মোঃ রিদওয়ানুল ইসলাম নিবিড়কে সভাপতি ও মোঃ সামায়ন ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইমন হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা।