খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ১৬ জুন উপজেলার দলীয় কার্যালয়ে সকাল ১০টা হতে সভাপতি শহিদুল্লাহ তারেকের সভাপতিত্বে ও তারেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন। উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আল্লামা ইলিয়াছ শিকদার। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স. ম. হামেদ হোসাইন। উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন রানা, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, হাফেজ আবদুস সামাদ, মাস্টার মফিজুর রহমান, মো. সেলিম উদ্দিন, আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তৌহিদ মুরাদ সুমন। নির্বাচন কমিশনার ছিলেন জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. ইসমাঈল হোসেন। সদস্য খালেক মাসুদ, পৌরসভার সেনার সভাপতি সাইফুল ইসলাম তাহেরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের জন্য মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে সভাপতি, ইঞ্জিনিয়ার আবদুল মুহিতকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ তারেকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Comments

comments