ইসলামী ছাত্রসেনা কুতুবজোম ইউনিয়ন শাখা গঠিত
মহেশখালী প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা কুতুবজোম ইউনিয়ন শাখা গঠনকল্পে এক সভা ৮ জুলাই ২০২৩ ইং শনিবার বিকাল চারটায় মহেশখালী উপজেলা সাংগঠনিক কার্যালয়ে মুহাম্মদ মঈন উদ্দিন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুতুবজোম ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মাষ্টার আবু ছিদ্দিক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মুনির উদ্দিন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এন এ মাহমুদ। সভায় শাহেদ মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমিকে আহবায়ক এবং মুহাম্মদ নুরুন্নবীকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।