ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার প্রশিক্ষণ প্রয়াস ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে গত ১২ আগস্ট ২০২৩ ইং, শনিবার সকাল ১০ টা হতে প্রশিক্ষণ প্রয়াস ও সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা এম মিছবাহুল ইসলামের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির আহবায়ক এইচ.এম.ফোরকান উদ্দিন ও সচিব মুহাম্মদ তানভীর কুতুবীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রয়াস ও সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বি। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জননেতা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ কাজী আবু ছালেহ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জননেতা আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক যুবনেতা কাজী আহসানুল আলম, সচিব যুবনেতা খন্দকার মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাওলানা নিজাম উদ্দিন নোমানী, শিক্ষাবিদ মুহাম্মদ আরফাত চৌধুরী (বিসিএস শিক্ষা), ইন্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসাইন, মুহাম্মদ শহীদুল ইসলাম। সংবর্ধেয় অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল হক, সহ সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন খাঁন, আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আজিমুল কদর, আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন কাতার কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুফিজ উদ্দিন মাহফুজ, আজমান শাখার সদস্য মুহাম্মদ জাকের হোসাইন, ইউ এ ই দুবাই শাখার সদস্য মুহাম্মদ শফিউল আজম বাপ্পি, মোসাফাফা শাখার সদস্য মুহাম্মদ রবিউল হোসাইন মাসূম, সদস্য মুহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, কাজী আছাদুজ্জামান, মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরী, মুহাম্মদ নাছির, মুহাম্মদ হাছান ইমাম, মুহাম্মদ জমির উদ্দিন সানি, আব্দুল কাদের মোজাম্মেল, মুহাম্মদ বোরহান, হাফেজ নেজাম উদ্দিন, মুহাম্মদ ইউনূচ, মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবী, হাফেজ জুনায়েদ, এমরান উদ্দিন, মুহাম্মদ হাসনাত, মুহাম্মদ শরীফ প্রমূখ।