খবরের বিস্তারিত...


ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার মানববন্ধন অনুষ্ঠিত

আগস্ট 13, 2023 সাংগঠনিক খবর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর শানে আপত্তিকর কটুক্তির প্রতিবাদ ও নাস্তিক ব্লগার মুরতাদ আসাদ নুরকে দেশে ফিরিয়ে এনে প্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা। মানববন্ধনে বক্তারা বলেন, নাস্তিক ব্লগাররা শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। ধর্মীয় ভাবাবেগে বারবার আঘাত দিয়ে পার পেয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্র তাঁর দায় এড়াতে পারে না। দেশে ব্লাসফেমি আইন প্রণয়ন ও প্রয়োগ না থাকায় নাস্তিক ব্লগাররা বারবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করে শান্তি-শৃঙ্খলা নষ্টের হীন প্রচেষ্টা চালিয়েছে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা এম মিছবাহুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরীর পরিচালায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন নোমানী, আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, যুবনেতা কাজী আহসানুল আলম, যুবনেতা খন্দকার মুহাম্মদ জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হক।
আলোচনায় অংশ নেন আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের নেতৃবৃন্দ আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আজিমুল কদর, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুর রহমান শরীফ, মাওলানা মুহাম্মদ মুফিজ উদ্দিন মাহফুজ, মুহাম্মদ জাকের হোসাইন, মুহাম্মদ শফিউল আজম বাপ্পি, মুহাম্মদ রবিউল হোসাইন মাসূম, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ আবু তৈয়ব, কাজী আছাদুজ্জামান, এইচ এম ফোরকান উদ্দিন, মুহাম্মদ তানভীর কুতুবী, মুহাম্মদ নাছির, মুহাম্মদ হাছান ইমাম, মুহাম্মদ জমির উদ্দিন সানি, আব্দুল কাদের মোজাম্মেল, মুহাম্মদ বোরহান, হাফেজ নেজাম উদ্দিন, মুহাম্মদ ইউনূচ, মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবী, হাফেজ জুনায়েদ, এমরান উদ্দিন, মুহাম্মদ হাসনাত, মুহাম্মদ শরীফ প্রমূখ।

Comments

comments