ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার অভিষেক সম্পন্ন
চাঁদপুর জেলা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার নবগঠিত (২০২৩-২৪) সেশনের অভিষেক ও শপথ অনুষ্ঠান গত ১৫ আগস্ট ২০২৩ ইং মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয়ে সংগঠনের শাখা সভাপতি ছাত্রনেতা হাফেজ নেয়ামুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুম বিল্লাহ ও নাতে রাসূল (দ.) পরিবেশন করেন মাও: জালাল উদ্দিন এবং যৌথভাবে সেনা সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিয়াজী । আলোচনায় অংশ নেন মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মমতাজুল আরেফিন হেলালী, মুহাম্মদ আবুল বারাকাত, মুহাম্মদ লুৎফর রহমান, মুহাম্মদ ইবরাহিম ফকির, মুহাম্মদ উমর ফারুক, মুহাম্মদ জালাল উদ্দীন, শাহ মুহাম্মদ সরোয়ার, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, হাফেজ মুহাম্মদ রাসেল হোসাইন, মুহাম্মদ কোরায়শী, কাজী তানজীল আহমদ, মুহাম্মদ বাহাদুর শাহ, আতিক খান প্রমুখ