ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও দোয়া মাহফিল গতকাল রাত ৯ ঘটিকা হতে ছোটপুলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইসতিয়াক রাফির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সহ-সভাপতি জননেতা এম. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ সারোয়ার উদ্দিন আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর’র সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম. জয়নাল আবেদীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ডবলমুরিং শাখার দায়িত্বশীল মুহাম্মদ আলী আজাদ রিজভী, মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল, মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমান, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজি, মুহাম্মদ সারোয়ার জামান শিবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইমন, ইফতেখারুজ্জামান তন্ময়, আলী আরাফাত রাহাত, ইমাদ উদ্দিন, আকরাম হোসেন, লুৎফুর রহমান সাকিব, মুসা পারবেজ, জিসান হোসেন, মুহাম্মদ সাগর প্রমুখ। অনুষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয় এবং পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।