ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলার কাউন্সিল সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মীরসরাই উপজেলা প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা সভাপতি শাহজাদা জহির উদ্দীন লতিফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি ছাত্র নেতা মিছবাহুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মোরশেদ রেজা কাদেরী। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা সাবেক সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা অর্থ সম্পাদক মির্জা মোহাম্মদ মহসিন। ছাত্রনেতা মিরাজ এর সভাপতিত্বে মোহাম্মদ ওমর ফারুক সাকিব ও মোহাম্মদ রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আলমগীর মাসুদ।
আলোচনায় অংশ নেন ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা সাবেক সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা প্রচার সম্পাদক কামরুল হাসান পারভেজ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীরসরাই উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসাইন। পরিশেষে তছলিমুদ্দিন রাসেদকে সভাপতি ও ওমর ফারুক সাকিবকে সাধারণ সম্পাদক ও শেখ ফরিদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা ২০২৩-২৪ সেশন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।