সেনাকর্মী এনামের শয্যাপাশে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আওতাধীন কুতুবজুম ৬ নং ওয়ার্ড শাখার মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ এনামুল ইসলাম খোকনকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ। সড়ক দুর্ঘটনায় আহত এনামকে দেখতে যান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক জনাব মুহাম্মদ আইয়ুব, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ মুনির উদ্দিন, প্রচার সম্পাদক ছাত্রনেতা এস এম ইসমাঈল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাসরুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ আহত এনামের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আশু সুস্থতা কামনা করে মহান রবের দরবারে মোনাজাত করেন।
প্রসঙ্গত, সেনাকর্মী মুহাম্মদ এনামুল ইসলাম খোকন গত ১৪ সেপ্টেম্বর নিজ এলাকা মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।