এস.এস. সি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি: আজ ১৫/০২/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্হ আবদুল লতিফ খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের স্কুল ও কলেজ বিষয়ক দপ্তরের ব্যবস্হাপনায় ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখার সহযোগিতায় এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হয়।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারহানুল ইসলাম কাউছারের তত্ত্বাবধানে উক্ত কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবীদ জননেতা মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা শাখার সভাপতি মুহাম্মদ আল-আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু বকর, হাসান মুরাদ,রিয়াজ হোসাইন, মুহাম্মদ আসিফ, তানভীর, মারফ হাসান প্রমুখ।
এসময় প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীর মাঝে কোমল পানীয় বিতরণ করা হয়।