ইসলামী ছাত্রসেনা নারায়ণহাট ইউনিয়ন শাখার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
দেশ ও জাতির কল্যাণে দূর্নীতি মুক্ত কর্মদক্ষ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই
======আল্লামা নিজাম উদ্দিন নোমানী
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আল্লামা নিজাম উদ্দিন নোমানী বলেছেন, সারাদেশ আজ দুর্নীতিতে ভরে গেছে। দেশের সার্বিক পরিস্থিতি দেখলে মনে হয় দুর্নীতিই যেন এ দেশের মূলনীতি। দেশের এমন পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে দূর্নীতি মুক্ত কর্মদক্ষ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। ইসলামী ছাত্রসেনা নারায়নহাট ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষকের বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
ছাত্রনেতা নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ.উ.ম ফারুক হোসাইন। উদ্ধোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভূজপুর থানা শাখার সাধারণ সম্পাদক জননেতা এম তৌহিদুল আলম মুন্সি। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ফরিদুল ইসলাম চৌধুরী।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওঃ কাজী দিদারুল আলম, মাওঃ মোঃ আব্দুল মাবুদ হোসাইনী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নহাট শাখার সভাপতি মাষ্টার এন আলম আজাদ, ভূজপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ সেলিম উদ্দিন আলকাদেরী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ফরিদুল হক, ফ্রন্ট নেতা ডাঃ সালাহ উদ্দিন চোধুরী , যুবনেতা মোঃ মুসলিম উদ্দিন, ইসলামী ছাত্রসেনা ভূজপুর থানা শাখার সভাপতি ছাত্রনেতা হাফেজ নিজাম উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ শাহিন উদ্দিন।