খবরের বিস্তারিত...


শহীদ হালিম স্মৃতি সংসদ ও ইসলামী ছাত্রসেনা আয়োজনে সারা দেশে শহীদ হালিম দিবস উদযাপিত

জুলাই 10, 2017 সাংগঠনিক খবর

শহীদ হালিম স্মৃতি সংসদ ও ইসলামী ছাত্রসেনা আয়োজনে শহীদ হালিম দিবস উদযাপিত

ইসলামী ছাত্রসেনার ১ম শহীদ আব্দুল হালিম এর শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ছাত্রসেনার বিভিন্ন শাখা ও শহীদ হালিম স্মৃতি সংসদ এর উদ্যোগে ছিল দিনব্যাপী নানা আয়োজন। সারা দেশের বিভিন্ন জেলার পাশাপাশি শহীদ হালিমের জন্মস্থান ও মাজার স্থলে গুরুত্বপূর্ণ কর্মসূচী পালিত হয়। শহীদ হালিম স্মৃতি সংসদ আয়োজনে অনুষ্টিত হয় বৃক্ষরোপণ কর্মসূচী, মাজার প্রাঙ্গনে আলোচনা সভা ও শহীদের পরিবারের সাথে সাক্ষাত ও স্মৃতিচারণ। সংসদের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম এ সবুর, বক্তব্য রাখেন ছাত্রসেনার ১ম কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর ও চারণ কবি কে এম নুরুল ইসলাম হুলাইনী। সভাপতিত্ব করেন সংসদের পরিচালক জহির উদ্দীন।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর,নগর,দক্ষিণ, বিশ্ববিদ্যালয় শাখা সহ আওতাধীন  বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ শহীদের মাজারে  পুষ্পমাল্য অর্পণ করে, মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল আয়োজন করে।

    

Comments

comments