খবরের বিস্তারিত...


কাপ্তাই রাস্তার মাথা-বহদ্দারহাট সড়ক সংস্কারের দাবীতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

সেপ্টে. 29, 2017 সাংগঠনিক খবর

কাপ্তাই রাস্তার মাথা – বহদ্দারহাট সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা চান্দগাঁও থানা। থানা সভাপতি এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক এম. রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর পরিষদের সাধারণ সম্পাদক এম.কামরুল হাছান শাকিল। বিশেষ অতিথি ছিলেন অন্জুমানে খুদ্দামুল মোসলেমীন দুবাই শাখার সাবেক সভাপতি হাফেজ নুরূল আমিন, চান্দগাঁও ফ্রন্ট নেতা এন. আবছার, এম. শহিদুল ইসলাম, সেনা নেতা এম ইউছুফ কবির, মহিউদ্দিন রিজভী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাপ্তাই রাস্তার মাথা – বহদ্দারহাট সড়ক এখন যুদ্ধ বিদ্ধস্ত নগরীর সড়কে পরিণত হয়েছে। প্রশাসনের কর্তা ব্যক্তিদের একে অন্যের উপর দোষ চাপানোর চরম মাশুল গুনতে হচ্ছে সাধারণ জনগণকে। যা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা সেনা নেতা এম.ইব্রাহীম, করিম উদ্দিন, ইমন, জালাল উদ্দিন, কাউছার, জুয়েল প্রমুখ। মানববন্ধন থেকে রাস্তার অন্তত একপাশ অতিস্বত্বর সংস্কারের দাবী জানানো হয়।

Comments

comments