ইসলামী ছাত্রসেনা্র কাউন্সিলে নাঈম উদ্দীন কেন্দ্রীয় সভাপতি ও হাসিব সেক্রেটারী নির্বাচিত
ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল গত ২১ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, উদ্ভোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। কাউন্সিলে দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখাগুলোর ডেলিগেটবৃন্দ অংশ নেন। কাউন্সিলে নাঈম উদ্দীনকে সভাপতি ও গোলাম হায়দার হাসিবকে সাধারণ সম্পাদক করে ২০১৭-২০১৮ সেশনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।