৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীর দাগনভূঞায় ইসলামী ছাত্রসেনার র্যালী ও আলোচনা সভা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফেনীর দাগনভূঞাতে র্ালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দাগনভূঞা গাউছিয়া মডেল মাদরাসার সামনে থেকে র্ালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মিলনায়তনে গিয়ে আলোচনার মাধ্মে শেষ হয়। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক দুর্বার ও সাপ্তাহিক পারিজাত সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার,দাগনভূঞা উপজেলা ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি আবু নাসের,সেক্রেটারি মাও,হামিদুল হক প্রমুখ।উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি জহিরুল হক রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমর উদ্দিন তারেক ও সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক সোহেলের যৌথ পরিচালনায় ইসলামী ছাত্রসেনার জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।