ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অালোচনা সভা সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় মহান অান্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্নঃ
——————————————————
২১ শে ফেব্রুয়ারী ২০১৮ ইং রোজ বুধবার বাদে অাসর ইসলামী ছাত্রসেনা চ.উ. জেলার উদ্যোগে মহান অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উত্তর জেলার সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার মাননীয় সভাপতি জননেতা অধ্যাপক ছৈয়দ হাফেজ অাহমদ।
অারো উপস্থিত ছিলেন,উত্তর জেলার দপ্তর সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ অালমগীর মাসূদ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,ছাত্রনেতা মুহাম্মদ অাসাদুজ্জামান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইমরান উদ্দিন,মুহাম্মদ নূরুল অালম অারমান,মুহাম্মদ মিজানুর রহমান,মুহাম্মদ অাব্দুল কাদের প্রমূখ। পরিশেষে সকল ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়।